Header Ads

২০২২ টি২০ বিশ্বকাপ ও এর ১৬ দল

২০২২ টি২০ বিশ্বকাপ ও এর ১৬ দল


এইতো ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশকাপের ৮ম আসর যা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। এর আগে ৫০ ওভারের ক্রিকেট আয়োজন করলেও ক্রিকেটের সবথেকে স্বল্প ওভারের আসরটি এই প্রথম আয়োজন করতে যাচ্ছে টিম অস্ট্রেলিয়া। ১৬ অক্টোবর থেকে কোয়ালিফাই রাউন্ড দিয়ে শুরু হয়ে ১৩ নভেম্বর ফাইনাল দিতে শেষ হবে আসরটি । ১৬টি দেশ লড়বে এবারের শিরোপার জন্য যেখানে মোট ম্যাচ সংখ্যা হচ্ছে ৪৫টি। 




এবারের বিশ্বকাপে সুযোগ পেয়েছে যারা এক নজরে দেখে নেওয়া যাক। বাছাই পর্বে খেলবেন ৮ দল এবং এখান থেকে ৪ দল কোয়ালিফাই করলে সুপার ১২ এ যাবে এবং সেখানে থাকা বাকী ৮ দলের সাথে মিলে ৬ দল করে আলাদা গ্রুপে খেলবে দলগুলো। 

এই আসরে অংশগ্রহণ করা ১৬ দল হলোঃ- ১. অস্ট্রেলিয়া (আয়োজক) ২. নিউজিল্যান্ড ৩. বাংলাদেশ ৪. ভারত ৫. পাকিস্থান ৬. ইংল্যান্ড ৭. দক্ষিণ আফ্রিকা ৮. আফগানিস্থান ৯. ওয়েস্ট ইন্ডিজ ১০. শ্রীলঙ্কা ১১. নামিবিয়া ১২. আরব আমিরাত ১৩. আয়ারল্যান্ড ১৪. জিম্বাবুয়ে ১৫. নেদারল্যান্ডস ও ১৬. স্কটল্যান্ড।

আসরে প্রথম পর্বে খেলবেঃ- 

  • গ্রুপ ১ 
  • নামিবিয়া
  • শ্রীলঙ্কা
  • নেদারল্যান্ডস
  • আরব আমিরাত

  • গ্রুপ ২
  • আয়ারল্যান্ড
  • স্কটল্যান্ড
  • ওয়েস্ট ইন্ডিজ
  • জিম্বাবুয়ে


সুপার ১২ এ খেলবে যে দলগুলোঃ-

  • গ্রুপ ১
  • অস্ট্রেলিয়া 
  • আফগানিস্থান
  • ইংল্যান্ড
  • নিউজিল্যান্ড
  • গ্রুপ ১ বিজয়ী
  • গ্রুপ ২ রানার্স আপ

  • গ্রুপ ২
  • বাংলাদেশ 
  • ভারত
  • পাকিস্থান
  • দক্ষিণ আফ্রিকা
  • গ্রুপ ২ বিজয়ী
  • গ্রুপ ১ রানার্স আপ 

এবারের আসরটি হতে চলেছে অস্ট্রেলিয়া এর ৭ আলাদা শহরের ৭ ভেনুতে নিম্নে দেওয়া হলো ঃ- 

  • অ্যাডিলেড ওভাল
  • দ্য গাব্বা বা ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড
  • দ্য গাব্বা বা ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড
  • কার্ডিনিয়া পার্ক বা দ্যা ক্যাটারি
  • বেলেরিভ ওভাল
  • পার্থ স্টেডিয়াম
  • মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
  • সিডনি ক্রিকেট গ্রাউন্ড

প্রাইজমানি

উক্ত আসরের প্রাইজমানি হিসেবে ধরা হয়েছে মোট ৫৬ লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ কোটি টাকা। আসরের বিজয়ী দল পাবে সবথেকে বেশি পরিমানে এই অর্থ। বিজয়ী দল পাবে ১.৬ মিলিয়ন বা ১৬ লক্ষ মার্কিন ডলার বা বাংলাদেশী টাকায় ১৬ কোটি টাকা। এরপরে ফাইনালে হারা দল পাবে ৮ লক্ষ ডলার বা ৮ কোটি বাংলাদেশী টাকা। সেমি ফাইনালে পরাজয় হওয়া ২ দলে পাবে ৪ লক্ষ করে মোট ৮ লক্ষ ডলার বা ৪ কোটি করে (প্রত্যেক দল)। এর পরে সুপার ১২ পর্বে প্রতি ম্যাচে জয় পাওয়ার জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লক্ষ টাকা প্রতি ম্যাচ জেতার জন্য সুপার ১২ পর্বে। সুপার ১২ পর্ব থেকে বাদ যাওয়া ৮ দল পাবে ৭০ হাজার ডলার করে বাংলাদেশী টাকায় যার পরিমান ৭০ লক্ষ টাকা। প্রথম পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লক্ষ টাকা এবং প্রথম রাউন্ড থেকে বাদ যাওয়া ৪ দল পাবে ৪০ হাজার ডলার করে। 


এক নজরে দেখে নেওয়া যাক আসরের ১৬ দলের চলতি বছরের টি২০ পারফরম্যান্স।

১. অস্ট্রেলিয়া

এবারের আসরটি হতে চলেছে অস্ট্রেলিয়াতে । টি২০ বিশ্বকাপের ৮ম আসরটির মধ্য দিয়ে এই প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। অস্ট্রেলিয়া বর্তমান টি২০ বিজয়ী দল। ২০২১ সালের শিরোপা নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের দেশে নিয়ে আসে। এবারের আসরে অস্ট্রেলিয়া থাকবে সবথেকে বেশি ফেভারিট কেননা প্রথমত তারা বর্তমান চ্যাম্পিয়ন আবার তাদের দেশেই হতে চলেছে আসরটি। চলটি বছরে মোট ১২টি টি২০ খেলেছে অজিরা এবং সেখানে ৭ জয়ের বিপরীতে পরাজয় ৪ ম্যাচে ও ১টি ড্র।

২. ইংল্যান্ড

১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড অনেক দিক থেকে এগিয়ে রয়েছে এবারের আসরে শিরোপা জয়ের দিক থেকে। ২০২১ আসর এ অস্ট্রেলিয়ার সাথে সেমি থেকে বিদায় নিলেও এবার নতুন পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন ইংল্যান্ড। এছাড়াও অস্ট্রেলিয়া এর মাটিতে সবথেকে বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে ইংলিশদের। ২০২২ চলতি বছরে ইংল্যান্ড মোট ১৮ ম্যাচ টি২০ খেলেছে তবে ৮ জয়ের বিপরীতে পরাজয় ১০টি।

৩. ভারত

টি২০ ক্রিকেটে এখন সবথেকে ভালো সময় যাচ্ছে টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারানোর পর আরো শক্তিশালী হয়ে উঠেছে ভারত। চলটি বছরে সবথেকে বেশি টি২০ ম্যাচ জিতেছে ভারত। মোট ৩২টি ম্যাচ খেলে ২৩ জয় পেয়েছে ভারত এবং ৮ ম্যাচে পরাজিত এবং ১টি ম্যাচ ড্র।

৪. নিউজিল্যান্ড 

২০২১ সালের রানার্স আপ নিউজিল্যান্ড আগের আসর থেকে শিরোপা না জিততে পারলেও এইবার মুখিয়ে থাকবে শিরোপার দিকে। তারপরে এবার বিশ্বকাপের ভেনু হতে চলেছে অস্ট্রেলিয়াতে যার ফলে তাদের দেশের কন্ডিশনের সাথে অনেক মিল থাকায় অনেক এগিয়ে থাকবেন তারাও। চলটি ২০২২ বছরে নিউজিল্যান্ড খেলেছে মোট ১০টি টি২০ ম্যাচ যেখানে ১টি পরাজয়ের বিপরীতে আছে ৯টি জয়।

৫. পাকিস্থান

এশিয়া কাপের ফাইনাল থেকে বিদায় এর পরে ঘরের মাঠে ইংল্যান্ড এর সাথে ৪-৩ এ সিরিজ পরাজয়ের পরে একটু ভয়ে থাকলেও পাকিস্থান যে তাদের শক্তিশালী পেস বোলারদের নিয়ে এবার শিরোপা জিততে কাউকে ছার দিবে না এটা ভাবাই যাচ্ছে। চলটি বছরে পাকিস্থান মোট ১৪টা টি২০ ম্যাচ খেলেছে ৬ জয় ও ৮ পরাজয়ের সাথে। 

৬. দক্ষিণ আফ্রিকা

টি২০ ক্রিকেটে এখন যে দলগুলো ভালো করতেছে তার মধ্য দক্ষিণ আফ্রিকা অন্যতম। গতবছর আরব আমিরাতে হাওয়া বিশ্বকাপে সুপার ১২তে ৪ ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলের জন্য পরের পর্বে খেলা হয় নাই আফ্রিকার দেশটির। সম্প্রতি আফ্রিকার দলটি তাদের সেরা অবস্থানে রয়েছে একদম সবদিক থেকে। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা মোট ম্যাচ খেলেছে ১৩টি যেখানে জয় পেয়েছে ৮টি ম্যাচে ও হেরেছে ৫টি ম্যাচে।

৭. বাংলাদেশ 

চলতি বছরে খুব একটা ভালো সময় যাচ্ছে না ক্রিকেটের এই ফরম্যাট এ বাংলাদেশের। এই বছরে জিম্বাবুয়ের মতো দেশের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশের শক্তিশালী দল। আগের আসরে বাযে ভাবে হারার পর যে চাপের মধ্যে আছে বাংলাদেশ এর টি২০ ক্রিকেট তা আর বলতে বাকী থাকে না। এর পরে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে সিরিজ হার, আফগানদের সাথে ড্র এবং জিম্বাবুয়ের সাথে হারের পরে ২ ম্যাচের জয়ের দেখা পেয়েছিল টাইগাররা আরব আমিরাতের সাথে সব মিলিয়ে এই বছর ১২ টি২০ ম্যাচ খেলে ৪টি জয় ১টি ড্র ও ৭টি পরাজয় আছে বাংলাদেশের।

৮. আফগানিস্থান

কিছুদিন আগে হয়ে যাওয়া এশিয়া কাপ এর প্রথম রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে যে ভাবে হারিয়ে ছিল আফগানরা তাতে সবাই ভেবেই নিয়েছিল এরা অনেক ভালো কিছু করবে কিন্তু পরের পর্বের খেলা শেষে আফগানদের অবস্থায় কিছুটা বাংলাদেশের মতো এবং এই বছর আফগানরা মোট ২০ ওভারের ম্যাচ খেলেছে ১৫টি যেখানে ৮ জয় ও ৭ পরাজয় রয়েছে। তবে আফগানদের প্রধান অস্ত্র স্পিন যা অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা প্রভাব ফেলবে না অন্য দেশগুলোকে।

৯. ওয়েস্ট ইন্ডিজ

২০২২ সাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। টি২০ ক্রিকেটে এই বছর ১৯ ম্যাচ খেলে হারতে হয়েছে ১১ ম্যাচে এবং ১ ড্র এর সাথে জয় আছে ৮টি। তবে সবথেকে অবাক করার মতো বিষয় হচ্ছে ২ বারের টি২০ শিরোপা জয়ীদের এইবার খেলতে হবে কোয়ালিফাই পর্ব।

১০. শ্রীলঙ্কা 

২০২২ সালে টি২০ ক্রিকেটে ভালো সময় যাচ্ছে শ্রীলঙ্কানদের জন্য। চুলতি বছরের এশিয়া কাপ ও নিজেদের দেশে নিয়ে গেসে তারা ভারত পাকিস্থানের মতো দেশকে হারিয়ে। এই বছরে শ্রীলঙ্কা মোট ১৭টি ম্যাচ খেলেছে ৯ পরাজয় ও ৭ জয়ের সাথে ১ ড্র দিয়ে।

১১. আয়ারল্যান্ড 

টি২০ ক্রিকেটে আগের থেকে অনেক বেশি উন্নতি করছে আয়ারল্যান্ড বেশ কিছু পাওয়ার হিটিং খেলোয়াড়ে সাথে নতুন ভাবে দল সাজিয়ে এই বছর অস্ট্রেলিয়া যাচ্ছে দেশটি। ২০২২ সালে মোট ২০ ম্যাচ খেলে ৮ জয়ের বিপরীতে ১২ পরাজয় পেয়েছে দেশটি।

১২. নেদারল্যান্ডস

ছোট দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস ও অনেক দিক থেকে দিন দিন এগিয়ে যাচ্ছে টি২০ ক্রিকেটে। বর্তমানে তারা টি২০তে ১৭ নাম্বার দল এবং ২০২২ সালে তারা খেলে ফেলেছে ৭টি ম্যাচ যেখানে ৪ জয় ও ৩ পরাজয় আছে।

১৩. জিম্বাবুয়ে

৬ বছর পরে ২০২২ টি২০ বিশ্বকাপ দিয়ে আবারো কোন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আফ্রিকার এই দেশটি। এই বছর খুব ভালো ফর্মে আছে জিম্বাবুয়ে। তারা মোট ১৬ টি২০ ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে ৯ জয় ও ৭ পরাজয়ের সাথে।

১৪. স্কটল্যান্ড

২০২১ আসরে বাংলাদেশকে হারিয়ে চমক দেওয়া ইউরোপ এর দেশটি এইবার ও অনেক চমক দিতে চায়। টি২০ ক্রিকেটে অনেক ভালো করছে স্কটল্যান্ড। চলতি বছরে তারা ২টি ম্যাচ খেলে থাকলেও কোন জয় পায়নি।

১৫. নামিবিয়া

২০২১ বিশ্বকাপে প্রথমবার কোয়ালিফাই করেই সুপার ১২ এ গিয়ে সবাইকে চমকে দিয়েছিল নামিবিয়া। তারা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড এর মতো দেশকে হারিয়ে সুপার ১২ নিশ্চিত করেছিল। ২০২২ সালের নামিবিয়া মোট ৮ ম্যাচ খেলে ৫ জয় ও ৩ পরাজয় পেয়েছে।

১৬. আরব আমিরাত

৮ বছর পরে আবারো টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আরবের দেশটি। দিন দিন অনেক উন্নতি করছে আমিরাত ক্রিকেট। এই বছর মোট ১৩ ম্যাচ খেলে ৭ জয়ের বিপরীতে পেয়েছে ৬ পরাজয়। 



আসন্ন টি২০ বিশ্বকাপ অনেক দিক থেকেই সেরা হতে চলেছে এবং এই আসরে আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ দেখতে পারব অস্ট্রেলিয়া এর স্পোর্টিং উইকেটের জন্য। আগামি ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হবে এই আসরটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ