Header Ads

যেভাবে দেখা যাবে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

যেভাবে দেখা যাবে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ


চেমসফোর্ডে মঙ্গলবার আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। যদিও এই সিরিজের কোনো ম্যাচ সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল। তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পুরো সিরিজটিই বিনামূল্যে দেখা যাবে আইসিসি টিভিতে। আইসিসি তাদের ওয়েবসাইটে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করে এই কথাই জানিয়েছে। বাংলাদেশে দেখা না গেলেও পার্শবর্তী দেশ ভারতসহ আরও বেশ কিছু দেখে দেখা যাবে বাংলাদেশের ম্যাচ।

দুদিন আগেই এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিরিজের ব্রডকাস্টারদের তালিকা প্রকাশ করেছে আয়ারল্যান্ড। যেখানে বাংলাদেশের দর্শকরা কিভাবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের খেলা দেখবেন সেটা তারা প্রকাশ করেননি। ফ্যানকোডের মাধ্যমে সাকিবদের খেলা দেখতে পারবেন ভারতের দর্শকরা।

এদিকে আয়ারল্যান্ডের সমর্থকরা খেলা দেখবেন প্রিমিয়ার স্পোর্টসের মাধ্যমে। এ ছাড়া নর্থ আমেরিকার দর্শকরা এই সিরিজ দেখতে পারবেন উইলো টিভিতে। গত সপ্তাহেই আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহীও নিশ্চিত করেছেন বাংলাদেশ কোনো টিভি চ্যানেল খেলা দেখাবে কিনা সেটা চূড়ান্ত হয়নি।

সিরিজ শুরুর আগে সেটা চূড়ান্ত হবে কিনা সেটারও নিশ্চয়তা নেই। আগামী ৯ মে দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ডে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচই হবে চেমসফোর্ডে। এরপর বাংলাদেশের বিমান ধরবেন সাকিব-তামিমরা।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচের সূচি-

১ম ওয়ানডে- ৯ মে, চেমসফোর্ড
২য় ওয়ানডে- ১২ মে, চেমসফোর্ড
৩য় ওয়ানডে- ১৪ মে, চেমসফোর্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ