Header Ads

অজিদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

 অজিদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল


২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খুব কাছে গিয়েও ফাইনালে খেলা হয়নি অস্ট্রেলিয়ার। স্লো ওভার রেটের কারণে তাদের ৪ পয়েন্ট কেটে নেয়া হয়েছিল। এ কারণেই শেষ পর্যন্ত তারা শীর্ষ দুইয়ে থাকতে পারেনি।




এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রতে ৮৪ পয়েন্ট রয়েছে অস্ট্রেলিয়ার। মোট ম্যাচের ৭০ শতাংশ জিতে শীর্ষস্থান ধরে রেখেছে প্যাট কামিস্নের দল। এখনও তাদের বাকি রয়েছে ৯টি ম্যাচে। এই ম্যাচগুলোতে ভালো খেলে শীর্ষ দুইয়ে থাকার বিকল্প নেই তাদের সামনে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরকে গুরুত্ব সহকারেই নিচ্ছে অজি ক্রিকেটাররা। কামিন্স বলেছেন, 'এখন দ্বিতীয়বারে সবার মধ্যে এর গুরুত্ব বেড়েছে। এখন মনে হয়, প্রথমবার সুযোগ হাতছাড়া করাটা ছিল অনেক বড় কিছু। তাই এখন প্রতিটি সিরিজ আরও বেশি অর্থবহ, বড় কিছুর জন্য খেলছি ব্যাপার।'

এক সময় সাদা পোশাকের লড়াই বলতে সবার আগ্রহের কেন্দ্রে ছিল অ্যাশেজ। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর এখন প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। এ কারণে টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদেরও আগ্রহ তৈরি হয়েছে। ক্রিকেটাররাও বাড়তি কিছুর জন্য খেলে বলে জানালেন কামিন্স।

ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমে জয় আনতে পারলে এই আশা আরো বেশি সম্ভব হওয়ার সুযোগ আছে। নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্টের ১ম ম্যাচে আজকে মাঠে নামছে টিম অস্ট্রেলিয়া। 

তার ভাষ্য, 'অ্যাশেজ অথবা ভারতের বিপক্ষে সিরিজ অবশ্যই বড় লড়াই। সেখানে ৪-৫ ম্যাচ খেলা হয়। অন্য সাধারণ সিরিজে ২-৩ ম্যাচ হয়। এখন (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলে) এ সিরিজগুলোর বৈশ্বিক আবেদন বেড়েছে এবং সবাই বাড়তি কিছুর জন্য খেলে।'

দ্বিতীয় আসরে এখনও পর্যন্ত শীর্ষ স্থান ধরে রেখেছে প্যাট কামিন্সের দল। এবার ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করতে চান না অজি অধিনায়ক। বুধবার তারা শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে অজিরা।

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে কামিন্স বলেন, 'নতুন টুর্নামেন্ট হওয়ায় ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে ব্যাপারটি (ফাইনাল খেলতে না পারা) আমাদের তেমনভাবে ধাক্কা দেয়নি। পরে যখন নিউ জিল্যান্ডকে সেখানে ভালো করতে দেখলাম, মনে হয়েছিল যদি আমরা সেখানে থাকতে পারতাম!'


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ