Header Ads

বাংলাদেশ-ভারত ১ম ওডিআই এর সম্ভাব্য একাদশ

 

৭ বছর পরে বাংলাদেশের সফরে এসেছে প্রতিবেশী ভারত। পূর্ণ শক্তির এই দলের সাথে বাংলাদেশের ৩টি একদিনের আন্তর্জাতিক ও ২ টি ৫ দিনের টেস্ট ম্যাচ রয়েছে যেখানে আগামীকাল প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে দল ২টি। 



বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এ। সিরিজের বাকী ২টি একদিনের ম্যাচ ও হতে একই ভেনুতে এবং ২য় টেস্ট ও হবে ঢাকার এই মাঠে এবং সাগরিকায় অনুষ্ঠিত হবে ১ম টেস্ট।


ইনজুরি এর কারনে বাংলাদেশ দলে দেখা যাবে না দলটির অধিনায়ক তামিম ইকবার খানকে এবং পেসার টাসকিন আহমেদকে যদিও তাসকিনকে ২য় ম্যাচ থেকে পাওয়া যাবে কিন্তু তামিমের জন্য রয়েছে দুঃখের খবর মোট ১৪ দিন টানা বিশ্রামে থাকতে হবে খান সাহেব কি এবং তাকে টেস্ট সিরিজেও ১ম ম্যাচে পাওয়া যাবে না। তামিমের অনুপস্থিতিতে দলের অধিনায়ক হিসেবে লাল-সবুজের দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন বর্তমানে বাংলার সেরা ব্যাটার লিটন দাসকে। 


এক নজরে দেখে নেওয়া যাক দুই দলে কাদের খেলতে দেখা যেতে পারে

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ- 

১. লিটন দাস {অধিনায়ক}
২. এনামুল হক বিজয়
৩. সাকিব আল হাসান
৪. আফিফ হোসাইন
৫. মুশফিকুর রাহিম {উইকেট}
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মেহেদি হাসান মিরাজ
৮. হাসান মাহমুদ
৯. নাসুম আহমেদ
১০. মুস্তাফিজুর রহমান
১১. এবাদত হোসাইন

ভারতের সম্ভাব্য একাদশঃ-

১. রোহিত শর্মা {অধিনায়ক}
২. লকেশ রাহুল
৩. ভিরাট কোহলি
৪. শ্রেয়াস আয়ার
৫. রিসাব প্যান্ট {উইকেট}
৬. আক্সার পাটেল
৭. ওয়াশিংটন সুন্দর
৮. দিপাক চাহার
৯. মোঃ সিরাজ
১০. শারদুল ঠাকুর
১১. শাহবাজ আহমেদ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ