Header Ads

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

অভিনব উপায়ে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা একটি ভিডিওতে জানিয়েছেন কারা আছেন বাংলাদেশের নারী বিশ্বকাপ দলে।




বিসিবির উইমেন্স উইংসের প্রধান হাবিবুল বাশারের সূচনা বক্তব্যের পর ১০টি দেশের ১০ জন প্রবাসী বাংলাদেশের ১৫ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেন। বিসিবি প্রকাশিত ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে ছিলেন বাংলাদেশের পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। নিগার সুলতানা জ্যোতির দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত।

বেশ কিছুদিন ধরেই নারী দলে উপেক্ষিত ছিলেন রুমানা আহমেদ এবং সালমা খাতুন। স্বাভাবিকভাবেই নারী বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে নাম নেই তাদের। দলে চমক বলতে এখন পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহারের উপস্থিতি।


২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন। একইসাথে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দলে। ২০ বছর বয়সী দিশাকে ২০২৩ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপেও স্কোয়াডে রাখা হয়।

তবে এখনো জাতীয় দলের হয়ে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। দলে সোবহানা মোস্তারিকে রাখা নিয়ে অবশ্য প্রশ্ন ওঠে স্কোয়াড ঘোষণার পর। কিন্তু তিন নম্বরে সোবহানার চাইতে ভালো পারফর্মার না থাকায় তাকে রাখা হয়েছে বলে নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, জাহানারা আলম, তাজ নেহার, সাথি রানি, দিশা বিশ্বাস।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ