ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চাপে থাকবে বাংলাদেশ সেটাই কাম্য ছিল সবার। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই চক্রেই ফাইনাল খেলেছে তারা। আর দল হিসেবেও বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারা। আর লাল বলে বাংলাদেশের পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই।
যদিও এবার ভারতের বিপক্ষে খেলার আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই সফরে টাইগারদের আত্মবিশ্বাসের রশদ যোগাচ্ছে সর্বশেষ পাকিস্তান সফর। সেখানে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট উপহার দিতে চায় বাংলাদেশ দল। ফলাফল নিয়ে ভাবছে না। শান্ত স্বীকার করে নিলেন পাকিস্তান সিরিজের প্রাপ্ত তাদেরকে ভালো ক্রিকেট খেলার আত্মবিশ্বাস যোগাবে সেটাও। ড্রেসিং রুমেও আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ।
চেন্নাইয়ের সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’
এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেলেছে বাংলাদেশের। এর মধ্যে ১১টিতেই হেরেছে টাইগাররা। দুটি ম্যাচ ড্র হয়েছে। তাদের সবচেয়ে বড় অবদান বৃষ্টির। আর বর্তমান প্রেক্ষাপটে ভারতের মাটিতে টেস্ট জেতা যেকোনো দলের জন্যই অবিশ্বাস্য প্রাপ্তির মতো। অবশ্য ভারতকে নিয়ে মাথা না ঘামিয়ে নিজের শক্তিমত্তা ঢেলে দিতে চান শান্ত। দুই ম্যাচেই জেতার জন্য মাঠে নামবে বাংলাদেশ। সে কথাই জানিয়ে দিলেন তিনি।
প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই। সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।'
নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, 'লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচটা জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’
0 মন্তব্যসমূহ