সাকিব আল হাসান ফিট এবং খেলার জন্য এভেইলেবল থাকলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল তাকে জাতীয় দলে বিবেচনার জন্য সবসময়ই প্রস্তুত। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা এবং নিরাপত্তার বিষয়টিও নির্বাচকরা আমলে নিচ্ছেন [২]। সাকিব তার ফিটনেস ও পারফরম্যান্স প্রমাণ করলে জাতীয় দলের অন্যতম সম্পদ হিসেবে বিবেচিত হবেন
সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, "সাকিব খেলবে এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। সাকিবের সাথে আপনাদেরও যোগাযোগ হয় যেহেতু রিপোর্টিং করেন। আপনারা চাইলে সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন।"
তিনি আরও বলেন "সাকিবের সাথে গত কয়েকদিন আমাদের আলোচনা হয়েছে। বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব আগ্রহ বোধ করাতে আমরা ভাবলাম আলোচনা হওয়া উচিত। প্লেয়ার সাকিবকে সম্মান দিতে হবে।"
বিসিবির আরেক পরিচালক আমজাদ হোসেন বলেন সাকিবের সাথে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম এন্ড এওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে (খেলতে চায়) সেখান থেকেই (বোর্ড থেকে সাকিবকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0 মন্তব্যসমূহ