Header Ads

টাকার ঝনঝনানি আর নতুন উত্তেজনা: ১১ ফেব্রুয়ারি পিএসএলের মেগা নিলাম!

ড্রাফট যুগের অবসান ঘটিয়ে এবার নিলামের দুনিয়ায় পা রাখছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০২৬ সালের ১১তম আসরকে সামনে রেখে আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত খেলোয়াড় নিলাম। প্রথমবারের মতো ক্রিকেটারদের দড়দাম হবে আইপিএল স্টাইলে, আর বিডিং হবে সরাসরি পাকিস্তানি রুপিতে।




নিলামের অংক ও ক্যাটাগরি: পিসিবি এবার ক্রিকেটারদের জন্য বড় অংকের মানি পার্স ঘোষণা করেছে। সর্বোচ্চ ক্যাটাগরির (প্ল্যাটিনাম) খেলোয়াড়দের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ২০ লক্ষ পাকিস্তানি রুপি (যা বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা)। এছাড়াও অন্যান্য ক্যাটাগরির ভিত্তিমূল্য থাকছে নজরকাড়া:

  • ডায়মন্ড ক্যাটাগরি: ২ কোটি ২০ লক্ষ পিকেআর (প্রায় ৯৭ লক্ষ টাকা)।

  • গোল্ড ক্যাটাগরি: ১ কোটি ১০ লক্ষ পিকেআর (প্রায় ৪৮ লক্ষ টাকা)।

  • সিলভার ক্যাটাগরি: ৬০ লক্ষ পিকেআর (প্রায় ২৬ লক্ষ টাকা)।



৮ দলের নতুন সমীকরণ: পিএসএল এবার আরও বড় পরিসরে ফিরছে। হায়দ্রাবাদ এবং শিয়ালকোট—এই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় মোট ৮টি দল লড়াই করবে শিরোপার জন্য। প্রতিটি দল তাদের স্কোয়াডে ১৬ থেকে ২০ জন ক্রিকেটার রাখতে পারবে, যার মধ্যে বিদেশি কোটায় সর্বোচ্চ ৫ থেকে ৭ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে। এছাড়া প্রতিটি দলকে অন্তত একজন অনূর্ধ্ব-২৩ স্থানীয় ক্রিকেটার খেলাতে হবে, যিনি এর আগে কখনোই পিএসএলে খেলেননি।

বাজেট ও সরাসরি সাইনিং: নিলামে দল গঠনের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে ৪৫০ মিলিয়ন পিকেআর (প্রায় ১৯ কোটি ৮০ লক্ষ টাকা)। তবে বিশেষ চমক হিসেবে নিলামের বাইরেও সরাসরি একজন বিদেশি ক্রিকেটারকে সই করানোর সুযোগ থাকছে। সেই খরচসহ মোট বাজেট সীমা রাখা হয়েছে ৫০৫ মিলিয়ন পিকেআর (প্রায় ২২ কোটি ২০ লক্ষ টাকা)।

চুক্তির নতুন নিয়ম: একবার দলে ভেড়ালে খেলোয়াড়দের সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর ২ বছরের চুক্তি হবে। এটি রিটেইন করা এবং নিলাম থেকে কেনা—উভয় ধরণের খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য হবে।

পিসিবি প্রধান মহসিন নাকভি এই পরিবর্তনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তার মতে, নিলাম পদ্ধতি খেলোয়াড়দের জন্য বড় আর্থিক সুযোগ তৈরি করবে এবং লিগটিকে বিশ্বজুড়ে আরও আকর্ষণীয় করে তুলবে। এখন দেখার বিষয়, ১১ ফেব্রুয়ারির এই মহা-নিলামে কোন দল কাকে ছিনিয়ে নেয়!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ